তঞ্চঙ্গ্যা নারীদের পোশাকের সৌন্দর্য্য
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় এবং রাঙামাটি,খাগড়াছড়ি, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। পাবর্ত্য চট্টগ্রাম এর বসবাসরত অন্যান্য আদিবাসীদের মধ্যে জনসংখ্যা দিক থেকে তঞ্চঙ্গ্যাদের স্থান ৫ম তম। তাদের যেমন রয়েছে নিজস্ব ভাষা তেমনি রয়েছে বর্ণমালা ও সংস্কৃতি। পোশাক এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী "পিড়ুইন ও খাড়ি"তে দেখা যায় তঞ্চঙ্গ্যা নারীদের। তঞ্চঙ্গ্যা নারীরা বিষু উৎসবকে ঘিরে "পিড়ুইন খাড়ি"বুনে থাকে। তারা বেশিরভাগ সময় নভেম্বর থেকে মার্চ মাস এ সময়টাতে তাদের ঐতিহ্যবাহী পোশাক বুনন করে।
No comments